ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ৫ আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সুনামগঞ্জে আন্দোলরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বকুল।
বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ৫ আগস্ট পুলিশের গুলি তার পা ভেদ করে বেরিয়ে যায়। মুহুর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কোমরে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরীক্ষা করে দেখা যায় তার মেরুদন্ডের হাড়ে চির ধরেছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহত আমিনুল ইসলাম বকুলের সুচিকিৎসার দাবি জানিয়ে বলেন, আমিনুল ইসলাম বকুল ৫ আগস্ট থেকে শয্যাশায়ী। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি শয্যাশায়ী হওয়ায় তার স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ মা কে নিয়ে চরম কষ্টে দিন যাপন করছেন। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের জন্য এখনো তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমি অবিলম্বে আমিনুল ইসলাম বকুলসহ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের দাবি জানাই।
তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রে বসে দেশকে আবারো অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছেন। ফ্যাসিবাদীদের সকল ষড়যন্ত্র বন্ধে অবিলম্বে শেখ হাসিনাসহ বিদেশে পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।