ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৭ বার
ঢাকা: ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ হয়।
এসময় পররাষ্ট্র সচিব নতুন দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান পাকিস্তানের হাইকমিশনার। পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ জানান। তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার নিয়েও আলোচনা করেন।
বৈঠকে পররাষ্ট্র সচিব পর্যায়ের পরবর্তী রাউন্ড আয়োজনের বিষয়ে দুই পক্ষ আলোচনা করেছে। ব্যবসা-বাণিজ্যের মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানো এবং মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা ইস্যুও তাদের আলোচনায় ছিল। এসময় তারা আঞ্চলিক সংস্থার গুরুত্বের ওপর গুরুত্ব দেন এবং এ প্রেক্ষাপটে সার্কের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও আলোচনা করেন।