ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৫ বার
ঢাকা: জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হতে চলেছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে তারা বৈঠকে বসবেন।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যোগ দিচ্ছেন। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর অধিবেশন শেষে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেবেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়াও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে বৈঠক হবে।