ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৭০ বার
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন পরিবারের ২৩৮ কোটি টাকার সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আবেদনকারী আইনজীবী সালাউদ্দিন রিগ্যান এ তথ্য জানিয়েছেন।
আবেদনে গত ৮ ডিসেম্বর ‘সাঈদ খোকন ও তার স্ত্রীর সম্পদ ২৩৮ কোটি টাকার’ শীর্ষক দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাঈদ খোকন ও তার স্ত্রীর স্থাবর–অস্থাবর সম্পদ রয়েছে প্রায় ২৩৮ কোটি টাকার। গত ৮ বছরে সাঈদ খোকনের আয় ও সম্পদ বেড়েছে ২৭ গুণের বেশি।
সাবেক মেয়র সাঈদ খোকন ২০১৫ সালের সিটি নির্বাচনের সময় এবং এবার দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে হলফনামার মাধ্যমে আয় ও সম্পদের হিসাব জমা দেন। উভয় হলফনামার তথ্য বিশ্লেষণ করে তার আয় ও সম্পদ বাড়ার চিত্র পাওয়া গেছে।