আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৪ ১২:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১ বার
যুদ্ধবিধ্বস্ত গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে অন্তত ২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে অবস্থিত সাহদা আল-আকসা মসজিদে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি আশ্রয় নিয়ে ছিলেন।
কোনো তথ্যপ্রমাণ না দিলেও ইসরায়েলি বাহিনীর দাবি, দেইর-এল-বালাহ এলাকার সাহদা আল-আকসা মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল হামাস। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে।
এছাড়াও শনিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় গাজা জুড়ে ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে উত্তর গাজার আল-মাওয়াসি 'হিউমেনেটেরিয়ান জোন' বা মানবিক অঞ্চল থেকে সকল ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রেই বাসিন্দাদের বলেছেন, আপনাদের অঞ্চলে হামাস সন্ত্রাসী অবকাঠামো গড়ে তুলেছে, জনসাধারণ, আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্য সুবিধাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঝটিকা অভিযান জোরদার করবে এবং চালিয়ে যাবে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলিদের টাউনশিপে হামাসের হামলার জবাবে শুরু হওয়া আভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪১ হাজার ৮২৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৯৬ হাজার ৯২০ জন। এর আগে হামাসের অতর্কিত হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয় অপহরণ করা হয় আরও ২০০ জনকে।