ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৪ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৯ বার
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতি দিয়েছে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দা।
বিবৃতি ওবায়দা উল্লেখ করেন তারা ইসরায়েলের বিরুদ্ধে এই ‘দীর্ঘ ক্ষয়িষ্ণু যুদ্ধ’ চালিয়ে যাবে।
হামাসের হাতে থাকা বন্দিদের বিষয়ে ওবেইদা বলেন, যখন বন্দিদের কথা আসে– আমি দখলদারদের এবং বন্দিদের পরিবারকে বলতে চাই, আপানারা চাইলে এক বছর আগে সমস্ত জিম্মিকে জীবিত মুক্ত করতে পারতেন। কিন্তু নেতানিয়াহুর উচ্চাকাঙ্ক্ষা সবসময় বন্দি এবং বন্দিদের পরিবারের আকাঙ্ক্ষা বিরুদ্ধেই ছিল।
তিনি বলেন, আমরা প্রথম দিন থেকেই বন্দিদের নিরাপদ স্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমরা আমাদের ধর্মের নিয়ম এবং মানবতার নিয়ম মেনে চলি। বন্দিবিনিময়ের জন্য আমরা তাদের নিরাপদ স্থানে রাখছি।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় কমপক্ষে ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি লোককে অপহরণ করেছিল হামাস।
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৯০৯ জন নিহত এবং ৯৭,৩০৩ জন আহত হয়েছে।