ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে রাস্তা নির্মাণের পরের বছরে বেহাল দশা।

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৪ ১৭:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৮৪ বার


ধামইরহাটে রাস্তা  নির্মাণের পরের  বছরে বেহাল দশা।

ছাইদুল ইসলাম , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: 

 

নির্মাণের মাত্র দেড় বছরের মধ্যেই ধামইরহাটের ফার্শিপাড়া থেকে রাঙ্গামাটিগামী রাস্তার বেহাল দশা লক্ষ্য করা গেছে। এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

উপজেলার রাঙ্গামাটিতে আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করা হয়৷ এসব বালু ভারী ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা হয়। বালু বহনকারী এসব ভারী ট্রাক ও ট্রাক্টরের কারণে ফার্শিপাড়া থেকে রাঙ্গামাটিগামী রাস্তাটি নির্মাণের মাত্র দেড় বছরের মধ্যেই অনেক জায়গা ভেঙে গেছে। ভাঙা অংশগুলোতে অল্প বৃষ্টিপাতেই বৃষ্টির পানি জমে থাকে এবং বিভিন্ন জায়গায় কাদা হয়। এসব কারণে এই রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।

 

উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, "আমি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে নিয়মিত যাতায়াত করি। রাস্তাটির বিভিন্ন জায়গায় বালুবহনকারী ভারী ট্রাক ও ট্রাক্টরের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। বিষয়টি সম্পর্কে ইউএনও মহোদয়কে অভিযোগ দিয়েছি।"

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন বলেন, "বিষয়টি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। এবিষয়ে বালুমহলের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছি৷ খুব শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।"

 


   আরও সংবাদ