ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শীতের হাতছানি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৪ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


শীতের হাতছানি

খুলনা: হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে খুলনা। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে।

এ যেন শীতের আগমনী বার্তা। হালকা হিমেল হাওয়ায় কিছুটা শীত অনুভবও হচ্ছে। তবে বেলা গড়াতেই কুয়াশা সরিয়ে দেয় সূর্যের ঝলমলে রোদ।

কার্তিকের পঞ্চম দিনে রোববার (২০ অক্টোবর) ভোরে খুলনার প্রকৃতিতে কুয়াশার ছড়াছড়ির দেখা মিললো। যে কারণে ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। 

বটিয়াঘাটা উপজেলার ছাচি বুনিয়ার বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, হঠাৎ করে কুয়াশায় ঢেকে গেছে চারপাশ। মনে হচ্ছে শীত এসে গেছে।  

আরিফুলের মতো বেশ কয়েকজন পথচারী জানান, চারদিকের সাদা কুয়াশা দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে।

খুলনা আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একই সঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। 

এদিকে শীতের আগমনী বার্তায় খুলনার গ্রামগুলোতে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকদের ব্যস্ততা বেড়েছে। হিম হিম বাতাসে শিশির ভেজা কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে কৃষক-কৃষাণী জমিতে  বীজ বপন, চারা রোপণ, খেতের আগাছা পরিষ্কার করাসহ নানা কাজে এখন ব্যস্ত সময় পার করছেন।


   আরও সংবাদ