ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্দোলনে হামলায় জড়িত ৪০০ ছাত্রলীগ নেতার নামে মামলার প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৪ ০৯:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৮ বার


আন্দোলনে হামলায় জড়িত ৪০০ ছাত্রলীগ নেতার নামে মামলার প্রস্তুতি

ঢাকা: চলতি বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪০০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হবে।

 

 

রোববার (২০ অক্টোবর) গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মাহিন সরকার এ তথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত ১৫ জুলাইয়ে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় জড়িত প্রায় ৪০০ ছাত্রলীগ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হবে। মামলার বিষয়ে বিকেল ৫টায় শাহবাগ থানার ফটকে সংবাদ সম্মেলন করা হবে।


   আরও সংবাদ