ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

ঢাকা: ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

জানা গেছে, ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোশাররফ এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম, অর্থ আত্মসাতপূর্বক নিজ গ্রামে ও পরিবারের সদস্যের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

খন্দকার মোশাররফ ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের।


   আরও সংবাদ