ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪ ১৩:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করছে চলমান যুদ্ধে ৭০ জনেরও বেশি ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা।  

গতকাল (২৩ অক্টোবর) হিজবুল্লাহর অভিযান পরিচালনা কেন্দ্র থেকে এ দাবি করা হয়।

 

তবে কখন কীভাবে এসব সেনাদের হত্যা করা হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। এর আগে গত সপ্তাহে ৫৫ জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছিল হিজবুল্লাহ। যা বর্তমানে জনে ৭০ জনে দাঁড়িয়েছে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে স্থল অভিযান শুরুর পর থেকে তাদের প্রায় ২০ জন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৩০টির বেশি হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

লেবানিজ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ (২৪ অক্টোবর) দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ মোট তিন জন সেনা সদস্য নিহত হয়েছেন।

গতরাতে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণ শহরতলিতে রাতভর বোমাবর্ষণ করেছে, কয়েক ঘণ্টার মধ্যে লেবাননের রাজধানীতে প্রায় ১৭টি হামলা চালায় তারা। খবর আল জাজিরা

অপর দিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক ও হোমসে ইসরায়েলি সামরিক হামলায় একজন সিরিয়ান সেনা নিহত এবং সাতজন আহত হয়েছে।


   আরও সংবাদ