ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৪ ১৬:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪ বার


সিলেটে ২৬৯ বস্তা ভারতীয় চিনিসহ আটক ১

সিলেট: সিলেট সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ট্রাকভর্তি ২৬৯ বস্তা ভারতীয় চিনির চালানসহ একজনকে আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে এই চিনির চালান দেশের অভ্যন্তরে আনেন চোরাকারকারিরা।

  

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

এতে বলা হয়, বুধবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেট নগরের মুরাদপুর বাজার সংলগ্ন সড়কে চৌকি বসিয়ে যানবাহন তল্লাশিকালে চোরাই চিনির চালান জব্দ ও একজনকে আটক করে এসএমপির শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬৯ বস্তায় ১৩ হাজার ১৮১ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এর বাজার মূল্য ১৫ লাখ ৮১ হাজার ৭২০ টাকা বলে জানায় পুলিশ।  

এ ঘটনায় ট্রাকচালক আশরাফুল ইসলামকে আটক দেখানো হয়েছে। তিনি রাজশাহী জেলার দামকুড়া থানার জোতরাবন গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে।  

পুলিশের জিজ্ঞাসাবাদে চালক আশরাফুল জানান, জব্দকৃত চিনির মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার বালিপাড়া গ্রামের মড়া মিয়া ওরফে হাবিবুর রহমানের ছেলে সাদিকুর রহমান (৪৫)। এ ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  


   আরও সংবাদ