ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৪ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

ঢাকা: ‍দিন বা রাত; রাজধানীর মোহাম্মদপুর এখন নগরবাসীর কাছে আতঙ্কের নাম।   সরকার পতনের পর থেকেই এই এলাকায় দিনের আলোয়, রাতের অন্ধকারে ঘটছে ছিনতাই, চাঁদাবাজি, গোলাগুলি, হত্যার মতো ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার চিত্র দেখে ভয়ে শিওরে উঠছেন অনেকে।

 

মোহাম্মদপুরবাসীর জীবনে স্বস্তি আনতে ওই এলাকায় সুপরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের ৪৫ জনকে আটক করে বাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল, র‍্যাব ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর সেনাবাহিনী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আহমেদ মজুমদার। তিনি বলেন, অভিযানে আটকদের কাছ থেকে ৯টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


   আরও সংবাদ