ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর: যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম.  খালেদ হোসেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে’ ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ধর্ম উপদেষ্টা বলেন, আগামী বুধবার ২০২৫ সালে হজের প্যাকেজ ঘোষণা করা হবে। তখন প্যাকেজের মূল্য কমানো হবে। গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমে যাবে।

এ সময় ওই মাদ্রাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ