ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৪ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০ বার
ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকারসহ মৌলিক অধিকার চর্চার সুযোগ থাকা উচিত।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বলেন, সাম্প্রতিক খবরে দেখা গেছে, বিক্ষোভে অংশ নেওয়ায় ছাত্রলীগের সঙ্গে জড়িতদের সন্ত্রাসবাদবিরোধী আইনে গ্রেপ্তার করছে পুলিশ। বাংলাদেশের সরকার সম্প্রতি ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ করেছে।
তিনি জানতে চান, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মতপ্রকাশের ওপর এসব পদক্ষেপের প্রভাবকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে? দেশটিতে ন্যায্য রাজনৈতিক প্রক্রিয়া এবং নাগরিক স্বাধীনতাকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ বিবেচনা করতে পারে?
জবাবে মিলার বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকারসহ মৌলিক অধিকার চর্চার সুযোগ থাকা উচিত। সেক্ষেত্রে বাংলাদেশে কে ক্ষমতায় আছে, তা কোনো বিষয় নয়। এ মঞ্চ থেকে এবং (বাংলাদেশের সঙ্গে) দ্বিপক্ষীয় আলোচনায় আমরা বারবার বিষয়টি স্পষ্ট করে বলেছি। ’