ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৪ ১০:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
কবির হাট (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কবির হাটে নিভৃত পল্লী গ্রামে গিয়ে সাধারণ জনগনকে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কৌশলে পালিয়েছে একটি প্রতারক চক্রের দুই সদস্য। নবগ্রাম চিরিঙা বাজার, নোয়াখালী জেলার কবির হাটে ভাই - বোন মুরগি ফার্ম এন্ড হ্যাচ্যারীর নাম ব্যাহার করে ওই প্রতারক চক্র গ্রামের সহজ সরল লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে গত অক্টোবর মাসের মাঝা মাঝি সময়ে তারা দুজন কবির হাট উপজেলার নবগ্রাম গ্রামে আসেন ও তারা ভাই - বোন মুরগী ফার্ম এন্ড হ্যাচারী থেকে এসেছেন বলে পরিচয় দেন।
ওই এলাকার ভুক্তভোগী অসংখ্য নারী পুরুষের নিকট থেকে জানা গেছে তারা প্রতিটি গ্রাম হতে একজন করে নারী বা পুরুষকে নেতা নেত্রী হিসেবে নিযুক্ত করেন। প্রথমে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে তাদেরকে সাথে নিয়ে একটি পরিবারে সহজ কিস্তিতে ৫শটি ডিম পাড়া ২০টি করে মুরগী এবং মুরগীর বাস যোগ্য একটি করে ঘর দেয়া হবে বলে প্রতারণার ফাঁদ পাতে। এর পর দু’ একজন নেতা নেত্রীকে ১০টি করে মুরগীও দেয় তারা। সুযোগ বুঝে পরে তারা তাদের হ্যাচারী ফার্মের একটি কাগজে মুরগীর ঘর বাবদ নগদ ৫০০ করে টাকা আদায় করে পরে মুরগী প্রদান করা হবে বলে নবগ্রামে ৩নং কৃষির রাস্তার মাথায় ৪৪জনের নিকট থেকে ২২হাজার টাকা, আশ্রয়ন প্রকল্প থেকে ৩০জনের নিকট থেকে ১৫হাজার টাকা, এবং আরো গ্রাম থেকে নেয় যা আমার জানা নেই,,, প্রত্যেক সদস্যের নিকট ০১৩২২২১১৮৯৯,,০১৯০২০৪৯৭২৬ মোবাইলে যোগাযোগ করার কথা বলে চম্পট দেয়। ২০অক্টোবর টাকা আদায় করে ২৮অক্টোবর তাদের দেয়া ফোনগুলি খোলা থাকলেও রহস্যজনকভাবে ২৯অক্টোবর হতে প্রত্যেকের ফোন বন্ধ হয়ে যায়। এর পর থেকে কোন গ্রাহকই আর তাদের সাথে কোন রকম যোগাযোগ করতে পারেনি। বিষয়টি এলাকায় জানা জানি হলে,, বিষয়টি খতিয়ে দেখার পূর্বেই প্রতারকগণ এলাকা ছেড়ে পালিয়ে যায়। অসহায় গ্রামবাসী প্রতারণার শিকার হয়ে এখন হাহুতাশ করছে। এই প্রতারকদের কোথাও দেখলে ধরিয় দেয়ার জন্য সবার প্রতি আকুল আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য ওই প্রতারক চক্র কবির হাট উপজেলার আর ও বেশ কয়েকটি গ্রামে ও উপজেলার কয়েকটি গ্রামে একই কায়দায় প্রতারণার ফাঁদ পেতে অসংখ্য নারী পুরুষের নিকট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে ভুক্তভোগী সুত্রে জানা গেছে।