ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরাফাত রহমান কোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


আরাফাত রহমান কোক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ) 

১২ নভেম্বর  মঙ্গলবার বিকাল ৪ টায় ধামইরহাট এর ঐতিহ্যবাহী ক্লাব ফার্শিপাড়া এম আর ক্লাবের সার্বিক সহযোগিতায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,ছাত্রদল ধামইরহাট উপজেলা ও পৌর শাখার আয়োজনে " আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট - ২০২৪ " এর ফাইনাল খেলা  ফার্সিপাড়া মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত  হয়েছে। 

ফাইনাল খেলায় উপস্হিত ছিলেন ফার্শিপাড়া এম আর ক্লাবের সভাপতি  ফার্শিপাড়া চৌধুরী পরিবারের সন্তান মাহফুজার রহমান চৌধুরী রুবেল,প্রধান   অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা  বি এন পির সভাপতি  চৌধুরী পরিবারের আরেক সন্তান জনাব মাহবুবুর রহমান চৌধুরী চপল।

 এছাড়া আরো উপস্থিত ছিলেন- ধামইরহাট থানা অফিসার ইনচার্জ মো রাইসুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কে.এম.এস মুসাব্বির শাফি, জাতীয় ফুটবল দলের তারকা ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফেরদাউস খান, নওগাঁ জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সংস্থার যুগ্ম সম্পাদক মো, মেহেদী হাসান,প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আব্দুল বারি পলাশ, ক্রীড়া সংগঠক মো, মিজানুর রহমান, যুবদল নেতা মো,রুহেল হোসেন সুমন, মনিরুজ্জামান লিটন, ছাত্রদল নেতা আহসান হাবিব সহ আরো অনেকে। 

 ফাইনাল  ম্যাচে য়ে দুটি  দল অংশ গ্রহন করেন তারা হলো স্বাগতিক নওগাঁ জেলা একাদশ বনাম রংপুর জেলা একাদশ। উভয় দলের  খেলোয়ার গন দৃষ্টি নন্দন ফুটবল খেলা উপহার দেন। খেলায়  ২- ০ গোলে রংপুর জেলা একাদশ স্বাগতিক নওগাঁ জেলা একাদশ কে হারিয়ে বিজয়ী হয়। খেলা শেষে সেরা গোলদাতা ও ম্যাচ সেরা খেলোয়ারের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে তরুনদের বেশি বেশি খেলাধুলা করার তাগিদ দেন।

 


   আরও সংবাদ