ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তারাই বিপ্লবী’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ১৬:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


‘বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তারাই বিপ্লবী’

ঢাকা: অন্তর্বর্তী সরকারে নতুন তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে গত কয়েকদিনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা গেছে।  

বিষয়টি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ।

সর্বশেষ তিনি এক ফেসবুক স্ট্যাটাসে ‘সবাই বিপ্লবী নয়’ বলে মন্তব্য করেছেন।

 

বুধবার (১৩ নভেম্বর) ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এ কথা লিখেন।

তিনি আরও লেখেন, ‘বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে, তারাই বিপ্লবী। ’ 

এর আগে আরেক স্ট্যাটাসে আন্দোলন চলাকালে নাহিদ ইসলামের (অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) নির্যাতনের ছবি শেয়ার করে হাসনাত লেখেন, ‘গত ১৬ বছর বাংলাদেশের চিত্র এমন ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে, তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরোনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। ’ 

তিনি আরও লেখেন, ‘হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে। ফ্যাসিস্টবিরোধী বাংলাদেশই নাহিদ। আমরাই নাহিদ। ’ 


   আরও সংবাদ