ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৪ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ঢাকা: পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত (কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট) দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
পররাষ্ট্রসচিব দূতদের অর্থনৈতিক কূটনীতি, বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা এবং কর্মীদের কনস্যুলার পরিষেবা দেওয়ার ওপর বিশেষ গুরত্ব দেন।
বুধবার (১৩ নভেম্বর) পূর্ব ইউরোপ ও সিআইএসের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশি দূতদের সঙ্গে ভার্চ্যুয়ালি বৈঠক করেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভার্চ্যুয়াল বৈঠকে অর্থনৈতিক কূটনীতি, প্রবাসী বাংলাদেশি ও কর্মীদের কল্যাণ, শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং ও কর্মসংস্থানের মতো চ্যালেঞ্জের ওপর আলোচনা করা হয়।
জসীম উদ্দিন কনস্যুলার পরিষেবার উপর জোর দেন এবং দূতাবাসের কর্মকর্তাদের এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেন।
অর্থনৈতিক কূটনীতি বাড়ানো, কাজের সুযোগ সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে দূতদের যার যার সংশ্লিষ্ট দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি।