ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধামইরহাটে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


ধামইরহাটে উপজেলা  মাসিক  আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কোন কার্যক্রম না থাকায় পুলিশ এবং বিজিবির প্রতিনিধিরা অসন্তোষ প্রকাশ করেন।

 

আলোচনা সভায় বক্তারা আরও বলেন, মাদকসেবিদের আইনের আওতায় এনে ৩ মাস জেল জরিমানা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় ভারতের অনাবাদি জমিতে গরু ছাগল পালন রোধে জনসচেতনতা বৃদ্ধি ছাড়াও সম্প্রতি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ বৃদ্ধি পাওয়ায় গ্রাম আদালতকে সচল করে মামলা নিষ্পত্তি নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “উপজেলায় নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ব্যক্তিগতভাবে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে চলতি মাসের ২১ তারিখে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এক মেলার আয়োজন করা হবে। এতে নির্বাচিত নারী শ্রমিকদের ১৮৭০ টাকায় জর্ডানে প্রেরণ করা হবে। এবং তাদের থাকা খাওয়া স্বাস্থ্য এবং প্লেন ভাড়া কোম্পানি বহন করবে।” এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডঃ. স্বপন কুমার বিশ্বাস, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার খোন্দকার মাক্বামাম মাহমুদা, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান। 

 


   আরও সংবাদ