ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। পাশাপাশি ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর তারা দ্বিতীয় দফায় করা সড়ক অবরোধ তুলে নেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন।
এছাড়া নতুন কর্মসূচিতে প্রথমে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ পালনের ঘোষণা দেন। পরে আবার সেটি প্রত্যাহার করে নেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করেছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের (২০২০-২০২১ সেশন) শিক্ষার্থী সাফায়েত শফিক।
তিনি বাংলানিউজকে বলেন, আমাদের যে রেলপথ ও সড়ক অবরোধের কর্মসূচি ছিল মঙ্গলবার সেটি হবে না। কিন্তু সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। কলেজ ক্লোজডাউন থাকবে। এটা আমাদের আন্দোলনের অংশ। এর কারণ, মঙ্গলবার সকালেই সচিবালয়ে আমাদের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। আমাদের আশা দেওয়া হয়েছে, আগামীকালের বৈঠক ফলপ্রসু হবে। যদি আমরা আশানরূপ ফলাফল পাই, তাহলে আমাদের আর আন্দোলন হবে না। যদি না পাই, তাহলে আবার তিতুমীর ঐক্যের ব্যানারে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং সেটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এর আগে সকালে প্রথম দফায় মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এসময় একটি ট্রেন অবরোধ উপেক্ষা করে চলতে থাকলে তারা সেটিতে পাথর ছুড়ে মারেন। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালা ভেঙে যায়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এসময় সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
পাথরের আঘাতে ট্রেনের অনেক যাত্রী আহত হন
পরে শিক্ষার্থী প্রতিনিধিরা আলোচনার জন্য মন্ত্রণালয়ে গেলে বিকেল ৪টার সময় তারা অবরোধ তুলে নেন। কিন্তু মন্ত্রণালয়ের আলোচনায় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তবে এবার সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা।