ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪ ১৫:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ঢাকা: সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হত্যা মামলায় আনা অভিযোগ নিয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
সাবেক এ মন্ত্রী বলেন, এই দিন দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার রিমান্ড মঞ্জুর হলো।
এদিন সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাবেক মন্ত্রী কামরুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।
আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মামলায় কামরুল ইসলামের ভূমিকা তুলে ধরেন।
একপর্যায়ে কামরুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘নিউমার্কেট এলাকা আমার অধীনে নয়। ওই এলাকার এমপি আমি নিজেও না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেওয়া হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নিইনি। আমাকে মিথ্যাভাবে মামলায় আসামি করা হয়েছে। ’
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করেন। আদালতে উৎসুক কিছু আইনজীবী কামরুল ইসলামকে উদ্দেশ করে গালিগালাজ করেন। ওই সময় কামরুল ইসলাম বলেন, ‘এই দিন দিন নয়, আরও দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে। ’
তখন আদালতে উপস্থিত উৎসুক আইনজীবীরা আরও ক্ষিপ্ত হন। পরে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।