ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫০৫ বার
গাজীপুরে পূর্বশত্রুতার জের ধরে শাহীন মিয়া ( ১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে খুন করেছে মাদকসেবীরা। জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার হালুকাইদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন ধলিপাড়া এলাকার সোহাগের ছেলে বলে জানা গেছে। শাহীন নানাবাড়ি থেকেই পাবুরিয়াচালা এলাকায় স্থানীয় পাবুরিয়ারচালা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। নিহতের নানা হায়দার আলী জানান, শাহীন সোমবার তার বন্ধুদের সঙ্গে পার্শ্ববর্তী হালুকাইদ গ্রামে একটি মসজিদে ওয়াজ মাহফিলে যায়।
সেখান থেকে রাত ১১টার সময় বাসায় ফেরার পথে পূর্বশত্রুতার জেরে মাদকসেবী স্থানীয় শামসুল হকের ছেলে সজিবসহ চার-পাঁচজন মিলে শাহীনের পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় শাহীনের সঙ্গে থাকা তার বন্ধু মোকাররমও সন্ত্রাসীদের হামলার শিকার হয়। মোকাররমকে মুমূর্ষু অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নানা হায়দার আলী বলেন, তিন-চার মাস আগে গাজীপুর সদর উপজেলার পাবুরিয়াচালা গ্রামে মাছ ধরা কেন্দ্র করে হালুকাইদ গ্রামের নিমারবিটা এলাকার আনিস ও আসিফের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়।
এ ঘটনায় আনিসের মা শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় পাবুরিয়াচালা এলাকার লোকজন মিলে ২৫ হাজার টাকা জরিমানা করে উভয়পক্ষের বিবাদ স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। এ ঘটনার জের ধরে শাহীনকে খুন করা হয়েছে বলে তার পরিবারের দাবি।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মামলা প্রক্রিয়াধীন।