ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৪৯ বার


নিত্যপ্রয়োজনীয় পণ্যটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার

সুবর্না রানী: খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম টাকা বোতলজাত তেলের দাম টাকা বাড়ানো হয়েছে। প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেশি থাকায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। দাম কমলে আবার সমন্বয় করা হবে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের কৃষক যেন ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করতে পেঁয়াজ আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। এর কারণে এখন একটু দাম বেড়েছে। আগামী ২৪ তারিখের পর থেকে নতুন দেশী পেঁয়াজ বাজারে উঠবে। তখন দামও কমে যাবে। ভোক্তারা সর্বোচ্চ ৩৫ টাকায় পেঁয়াজ কিনতে পারবেন।

খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ দাম আগে ১১৫ টাকা থাকলেও ২ টাকা বাড়িয়ে এখন তা ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল আগে লিটারপ্রতি ১৩৫ টাকা থাকলেও ৪ টাকা বাড়িয়ে সর্বোচ্চ দাম ১৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কমিটির অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা দেওয়া হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ১ লিটার খোলা সয়াবিন মিলগেটে ১১৩ টাকা, ডিলারের কাছে ১১৫ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১১৭ টাকা এবং ১ লিটারের পামতেল লুজ (সুপার) এর দাম মিলগেটে ১০৪ টাকা, ডিলারের কাছে ১০৬ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০৯ টাকা নির্ধারিত হয়।

ওইদিন সভা শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছিলেন, 'অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলে গেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

 


   আরও সংবাদ