ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাপাহারে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ি আটক

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬১২ বার


সাপাহারে ইয়াবা ও গাঁজা সহ মাদক ব্যবসায়ি আটক

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৫৫পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ গ্রাম গাঁজা সহ রহিম (৩২) নামে এক মাদক ব্যাবসায়িকে থানা পুলিশ আটক করেছে। অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার (তারেক) জানান,কলমুডাঙ্গা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ি রহিম তার নিজ বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এস আই মোস্তাফিজুর রহমানের নের্তৃত্বে এ এস আই আলিমুজ্জামান, এ এস আই রেজওয়ানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ওই মাদক ব্যাবসায়ি আটক করে।

পরে আটককৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়। আটককৃত রহিম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।


   আরও সংবাদ