সাপাহার সদর ইউপি ও এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন
| দেখা হয়েছে ৫৬১ বার
স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন সহ ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় প্রথমে সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ১২ টায় গোডাউনপাড়ায় এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেন উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি সচিব মহিদুল হক (লিপু) সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী'র কর্মদক্ষতা দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহ নেওয়াজ।
আরও সংবাদ