নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৪২ বার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহে শুরু হয়েছে মরমী কবি পাগলা কানাইয়ের ৪ দিন ব্যাপী ২১১তম জন্মজয়ন্তী উৎসব। সোমবার সকালে সদর উপজেলার বেড়বাড়ী গ্রামে কবির মাজারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। এসময় সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশিদসহ পাগলা কানাইয়ের ভক্ত অনুরাগীরা উপস্থিত ছিলেন। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাগলা কানাই স্মৃতি সংরক্ষন সংসদের আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
৪ দিন ব্যাপী এ উৎসবে আয়োজন করা হয়েছে লাঠি খেলা, কবি রচিত সংগীতানুষ্ঠান, চিত্রাংকন, বই পড়া প্রতিযোগীতা ও কবির জীবন দর্শনের উপর আলোচনা সভা। বাংলা ১২২৬ সালের ২৫ ফাল্গুন ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে জন্ম গ্রহন করেন পাগলা কানাই। (ঝিনাইদহে সাইবার ক্রাইম হচ্ছে।