নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮৩ বার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝিনাইদহে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। এইড’র জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা প্রকল্প’র আয়োজনে আজ সকালে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেয় ওই এলাকার অর্ধশত নারী ও স্কুলছাত্রী।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রকল্পের সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, প্রকল্প কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষ, প্রকল্প সহায়ক আয়াতুল্লাহ, মাঠ সহায়ক পারভীন আক্তার, মামুনুর রশিদসহ অন্যান্যরা। এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা বন্ধে সব শ্রেণীর মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।