ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬৭ বার
মিয়ানমারে অং সান সু চি'র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) -এর একজন নেতার পুলিশি হেফাজতে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সু চির দলের দুজন আটক অবস্থায় মারা গেলো। বা মিয়ও থেইন নামের একজন সাংসদ জানান, এনএলডির নেতা জ' মিয়াত লিনকে স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টার দিকে ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিরি পুলিশ হেফাজতে ছিলেন। তিনি আরো বলেন, মৃত ওই ব্যক্তি বিক্ষোভে অবিচ্ছিন্নভাবে অংশ নিয়েছিলেন। স্বজানরা এখন তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। তবে সামরিক বাহিনী বা পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করেনি।
এর আগে এনএলডির আরও এক এমপি পুলিশ হেফাজতে মারা গেছেন। গত শনিবার খিন মং লাত নামের ওই নেতাকে গ্রেফতারের পর তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তিনি ২০২০ সালের নির্বাচনে এনএলডির ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সু চিকে আটকের পর গেলে ফেব্রুয়ারীতে থেকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে মিয়ানমারে। ওর জের ধরেই এখন পর্যন্ত সামরিক বাহিনীর সাথে বিক্ষোভে মারা গেছে প্রায় ৬০ হাজার মানুষ।