ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পীরগঞ্জে থানা পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬১১ বার


পীরগঞ্জে থানা পুলিশের অভিযান

বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। এ সময় নেশা জাতীয় ১’হাজার পিস প্যাথেডিন ইনজেকশন ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামিউল অভিযান চালিয়ে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা বালুরপাড় নামক স্থান থেকে টুকুরিয়া গাছুয়াপাড়া গ্রামের রুহুল আমীনের স্ত্রী আফরোজা বেগম (৪০) কে ১’হাজার পিস ভারতীয় নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ গ্রেফতার করে।

যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা। অপর এক অভিযানে উপজেলার চতরা বাজার থেকে ১’শ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এস আই সুদীপ্ত শাহীন। গ্রেফতাকৃত ব্যাক্তি উপজেলার কাবিলপুর ইউপির রাঙ্গামাটি গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে আল আমীন (৩৫)। গ্রেফতারকৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। অপর দিকে একই রাতে থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত উপজেলার টুকনিপাড়া গ্রামের হুমায়ন কবিরসহ বিভিন্ন মামলায় আরো ৭ জনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


   আরও সংবাদ