নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭৯ বার
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ আজ পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ইটাপুকুর আমি বাগানে ও দিঘিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ও ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন এর কমিটি গঠিত হয়েছে। পোরশা উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল এর বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের স্থগিত থাকা ওয়ার্ড গুলোর মধ্যে তেতুলিয়া ইউনিয়ন এর এক নম্বর ওয়ার্ড ও 2 নম্বর ওয়ার্ডের আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কমিটি গঠিত হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে এই সোনার বাংলাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এবং যাতে এই বাংলার মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে এবং এই দেশ যেন সোনার বাংলা তৈরি হয় এ প্রতিশ্রুতি নিয়ে জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে এই দুই ওয়ার্ড এর জনগণের সমর্থনে এই কমিটি গঠিত হয়েছে।
১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমান (গালি) ও সাধারণ সম্পাদক মোঃ
নুরুজ্জামান শাহ ও ২নং ওয়ার্ডের সভাপতি মাহমুদল হক ও সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের আহমেদ সহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। পাশাপাশি যুবলীগের ১নং ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ মঞ্জুরুল ইসলাম ও মোঃ আল-আমিন (নব মুসলিম) দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আনিছুর রহমান ও সাধারণ সম্পাদক শ্রী মিলন কুমার সহ কমিটি গঠিত হয়।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী ও আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবায়দুল্লাহ শেখ, সহ-সভাপতি মোঃ আবু হেনা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজিবুল ইসলাম, সহ-সভাপতি সুদেব সাহা, ও যুগ্মসাধারণ সম্পাদক শাহ মোঃ ফজলুল হক চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।