ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ১৭:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
খাগড়াছড়ি: সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায়দের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
এ সময় তিনি বলেন, দুর্গম পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।
মানবিক সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা, অসহায়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া, ঢেউটিন বিতরণ, দুস্থ পরিবারের মধ্যে সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ বিতরণ, কৃষকদের মধ্যে সার-বীজ এবং গরিব ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।