ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শনির আখড়ায় জোবায়েরের মৃত্যুর মামলায় সাবেক দুই পুলিশ কর্মকর্তার শুনানি আজ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৪ ১২:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


শনির আখড়ায় জোবায়েরের মৃত্যুর মামলায় সাবেক দুই পুলিশ কর্মকর্তার শুনানি আজ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে শুনানির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ওঠানো হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।

 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃত্যুর মামলায় গ্রেপ্তার রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের জন্য আজ ট্রাইবুনালে প্রোডাকশন ওয়ারেন্ট এবং গ্রেপ্তার দেখানো আবেদনের শুনানি হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। পরে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ট) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলা করেন জোবায়েরের ভাই।  

পরে গত ১৩ নভেম্বর রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং একই দিন ভোরে রাঙ্গামাটি জেলার কাউখালী (বেতবুনিয়া) এলাকা থেকে মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়।  


   আরও সংবাদ