ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে চাল দিতে চায় না থাই সেনারা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১৩ বার


মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে চাল দিতে চায় না থাই সেনারা

থাইল্যান্ডের সেনাবাহিনী মিয়ানমারের সশস্ত্র বাহিনীকে চাল সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। গতকাল শনিবার থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়ে দিয়েছে, স্বাভাবিক বাণিজ্যের অংশ এটি। এদিকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতায় চেপে বসে সেনাবাহিনী। ওই ঘটনার পর থেকে সে দেশে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। 

বিক্ষোভকারীদের বলপ্রয়োগ করে দমিয়ে রাখার অপচেষ্টার জন্য আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারে বিক্ষোভে প্রায় আড়াইশ মানুষের প্রাণ গেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড। এরই মধ্যে মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে নিয়োজিত একটি সেনা ইউনিটের সাতশ বস্তা চাল আটকে দিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। আর তাতে থাই সরকারের সমর্থন রয়েছে বলে শোনা যাচ্ছে।


   আরও সংবাদ