ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মহাসড়কে সংঘবদ্ধ ধর্ষণ: দু'জনের মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২২ বার


মহাসড়কে সংঘবদ্ধ ধর্ষণ: দু'জনের মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত

গত বছর পাকিস্তানে মহসড়কের পাশে একজন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রায় দিয়েছে সে দেশের একটি আদালত। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনায় দু'জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।  সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন আবিদ মালহি এবং সাফকাত হোসেন। অপহরণ, লুট, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে তাদের। লাহোরের একটি আদালত তাদের মৃত্যুদণ্ড দেওয়ার রায় দিয়েছে।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে পাঞ্জাব প্রদেশে দুই শিশুকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন একজন নারী। পথিমধ্যে গাড়ির তেল শেষ হয়ে গেলে তিনি লম্পটদের কবলে পড়েন। মহাসড়কে সংঘবদ্ধ ধর্ষণের ওই ঘটনায় পাকিস্তানে তীব্র আন্দোলনের সৃষ্টি হয়। মাস ছয়েকের মধ্যেই ধর্ষণকাণ্ডে দোষীদের সাজা ঘোষণা করা হলো। সে দেশে অবশ্য যৌন সহিংসতার ঘটনায় তিন শতাংশেরও কম ক্ষেত্রে সাজা দেওয়া হয়। করাচিভিত্তিক গোষ্ঠী ওয়ার অ্যাগেইনেস্ট রেপ (ডাব্লিউএআর) এ তথ্য জানিয়েছে।


   আরও সংবাদ