ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আবারও দুঃসংবাদ মুমিনুলকে নিয়ে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৮ বার


 আবারও দুঃসংবাদ মুমিনুলকে নিয়ে

দুঃসংবাদ ভর করছে জাতীয় দলের ক্রিকেটারদের।  বিসিবিকে নিয়ে সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্য নাড়া দিয়েছে ক্রিকেটাঙ্গনকে।  এরই জেরে আজই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে দেশ সেরা ক্রিকেটারকে।  সাকিবকাণ্ডে ঝড় না থামতেই আবারও দু:সংবাদ পেলেন মুমিনুল। চিন্তায় ফেললেন নিযুত ক্রীড়াপ্রেমিদের।

গত নভেম্বরে একবার কোভিড আক্রান্ত হয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল।  বাড়িতে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি। রোববার জানা গেল আবারও করোনা আক্রান্ত হয়েছেন তিনি।  জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ম্যাচ খেলতে বায়োসিকিউর বাবলে হোটেলে ওঠার আগে কোভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।

তবে ফলস রিপোর্ট হওয়ার সম্ভাবনা থেকে রোববার সন্ধ্যায় দ্বিতীয় দফায় নমুনা দিয়েছেন টেস্ট অধিনায়ক। এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ খবর জানা যায়নি। আত্মবিশ্বাসী মুমিনুলের ভাষ্য, 'কোনো উপসর্গ নেই।  তবে কোভিড পজিটিভ হলে ১২ দিন খেলতে পারব না। সেক্ষেত্রে জাতীয় লিগের ম্যাচ খেলা হবে না।'

জানা গেছে, দ্বিতীয়বারও কোভিড পজিটিভ হলে প্রস্তুতি ছাড়াই যেতে হবে শ্রীলঙ্কায়।  সেখানে টেস্ট সিরিজে অংশ নিতে হবে। যদিও মুমিনুল আশাবাদী, নেগেটিভ রিপোর্ট আসবে।  


   আরও সংবাদ