ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এমএ আজিজ স্টেডিয়ামকে ফুটবলের জন্য দেওয়ার সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৪ ০৯:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৪ বার


এমএ আজিজ স্টেডিয়ামকে ফুটবলের জন্য দেওয়ার সিদ্ধান্ত ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশের খেলাধুলায় মাঠ সংকটের কথা প্রায়ই শোনা যায়। মাঠ সংকটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ মৌসুমও পিছিয়ে গেছে।

তবে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে মাঠের সংকট নিরসনের কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

 

সম্প্রতি চট্টগ্রামে গিয়েছিলেন তিনি। সেখানে স্টেডিয়ামগুলো পরিদর্শন করেছেন। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়ার কথা বলেছেন তিনি। আসিফ বলেন, ‘আমি দুদিন আগে যখন চট্টগ্রাম গিয়েছি, এমএ আজিজ স্টেডিয়ামে গিয়েছিলাম। কিছুটা সংস্কার কাজ করলেই কিন্তু সেখানে ফুটবল খেলার উপযুক্ত করা যায়। ক্রিকেটের জন্য যেহেতু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আছে। এমএ আজিজকে ফুটবলের জন্য ডেডিকেটেড করে দেওয়ার কথা আমরা ভাবছি। এর পাশাপাশি আমাদের যে মাঠ গুলো আছে তা পরবর্তী ম্যানেজমেন্টের মাধ্যমে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। ’ 

‘ফুটবলের উন্নয়নের জন্য মাঠই একমাত্র প্রতিবন্ধকতা বলে আমি মনে করি না। মন্ত্রনালয়ে ফুটবলের মাঠের প্রতি যেমন অবহেলা ছিল। ক্রিকেটের মাঠের দিকেও একই রকম অবহেলা ছিল। দেখা গেছে বিসিবি অনেক কাজ করে মাঠ খেলার উপযোগি রেখেছে। ’


   আরও সংবাদ