ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৭ বার


টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মাশরাফি

টাইগার তারকা সাকিব আল হাসানের মন্তব্যে এর মধ্যে বেসামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই চাপ কাটিয়ে ওঠার আগেই এবার মঞ্চে হাজির হলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম সাবেক এই অধিনায়ক এবার মুখ খুললেন টি-টোয়েন্টি থেকে তার অবসর নেওয়ার প্রসঙ্গেও। কলম্বোতে ২০১৭ সালের ৬ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস করতে যান অধিনায়ক মাশরাফি। কিছুক্ষণেই টস ছাপিয়ে আলোচনায় কেবল মাশরাফি। ততক্ষণে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন তিনি। শুরু হয় নানা জল্পনা-কল্পনা। 

এরপর অনেক সময়ে পেরিয়ে গেলেও এ নিয়ে কথা বলেননি মাশরাফি। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি মাশরাফি জানান, টি-টোয়েন্টি থেকে অবসর তাঁকে নিতে হয়েছে। তবে বিস্তারিত তিনি কিছু বলেননি।

মাশরাফি বলেন, 'ওইখানে আমাকে করতেই হতো, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাকে করতেই হতো (অবসর)। নিতে হয়েছে, বিস্তারিত বলতে যাব না। আমি কার থেকে সহযোগিতা পেয়েছি আমার সময়ে? ২০১১ বিশ্বকাপে ইনজুরিতে পড়ে ডাক্তার ছাড়পত্র দেওয়ার পরও আমাকে দলে নেওয়া হয়নি। ২০১৭ সালে যখন অবসরে গেলাম, তখন আমার পাশে কেউ ছিল না দেশের মানুষ ছাড়া'।

শ্রীলঙ্কা সফরে গিয়ে তড়িঘড়ি করে মাশরাফির সঙ্গে বৈঠকে বসেন বিসিবির কর্তারা। তখনও তার গায়ে ছিল ট্রাভেলকিট। এ নিয়ে অভিজ্ঞ এই পেসার বলেন, 'আমি যখন শ্রীলঙ্কায় পা রেখে হোটেলে যাই, তখন ট্রাভেল স্যুটও খুলিনি। তখনই নিচে আমার সঙ্গে বৈঠকে বসে। ওই বৈঠকের পরই আমি ভাবি যে, কিছু একটা গোলমাল আছে। আমি সব সময় বলে আসতাম আমর সিদ্ধান্তগুলো কিন্তু হুট করেই হবে। আমি যখন বুঝতে পেরেছি সবার বিপরীতে থাকার প্রয়োজন নেই, তখন সিদ্ধান্ত নিয়েছি'।


   আরও সংবাদ