ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সভাপতি হলে গার্দিওলাকে কোচ বানাতে চান রোনালদো!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


সভাপতি হলে গার্দিওলাকে কোচ বানাতে চান রোনালদো!

কনফেডারেশন অফ ব্রাজিলিয়ান ফুটবলের (সিবিএফ) সভাপতি নির্বাচন করার পরিকল্পনা করছেন কিংবদন্তি রোনালদো নাজারিও। নির্বাচিত হলে পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানাতে চান তিনি।

এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

 

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে লিখে, ‘রোনালদো তাঁর খেলোয়াড়ি জীবন থেকেই ব্যবসা, সামাজিক, রাজনৈতিক ও উচ্চ বিচার-বিভাগীয় অঙ্গনে নেটওয়ার্ক তৈরির করে আসছেন। যা তিনি এখন সক্রিয় করবেন। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজের লিগ্যাসি ও ক্যারিশমাকে সিবিএফের সভাপতি পদে নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করবেন। ’

খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকের ভূমিকাতেই বেশি সক্রিয় রোনালদো। বর্তমান স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদোলিদের অন্যতম মালিক তিনি। ২০১৮’র পর থেকে ক্লাবটির ৫১ শতাংশ শেয়ার রয়েছে তার কাছে। ২০২১ সালে শৈশবের ক্লাব ক্রুজেরোরও মালিক হন সাবেক এই ফুটবলার। তবে তিন বছর পর তা বিক্রি করে দেন।

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর সিবিএফের জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে রাজি ছিলেন রোনালদো। এর আগে ২০১২ সালে এক সাক্ষাৎকারে সিবিএফের সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ‘দ্য ফেনোমেনোন’।

সভাপতি হওয়ার জন্য দুটি শর্ত পূরণ প্রয়োজন রোনালদোর। প্রথম ধাপে প্রার্থিতা নিবন্ধনের জন্য তাকে অন্তত চারটি রাজ্য ফেডারেশন ও সিরি আ/সিরি বি’তে খেলা চারটি ক্লাবের লিখিত সমর্থন সংগ্রহ করতে হবে তাকে। এরপর ইলেক্টোরাল কলেজকে তার পক্ষে ভোট দিতে রাজি করাতে হবে।

২৭টি রাজ্য ফেডারেশন ও ব্রাজিলিয়ান ফুটবলের প্রধান দুটি বিভাগের ৪০টি ক্লাব নিয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। রাজ্য ফেডারেশনের প্রতিটি ভোটের মূল্য ৩ পয়েন্ট, সিরি এ’র ২০টি ক্লাবের প্রতিটি ভোটের মূল্য ২ পয়েন্ট, সিরি বি’র ক্লাবগুলোর প্রতিটি ভোটের মূল্য ১ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, রাজ্য ফেডারেশনগুলোর  সমর্থন ছাড়া কোনো প্রার্থী নির্বাচিত হতে পারবেন না।  

সিবিএফের বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেসের মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চে। তবে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরই।

এদিকে, ৮ বছর ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডাগআউট সামলাচ্ছেন গার্দিওলা। ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা হরহামেশাই বলে থাকেন তিনি।  


   আরও সংবাদ