ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

'নখদন্তহীন আইসিসি কোহলিকে কোনো শাস্তিই দিচ্ছে না'!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২২ বার


'নখদন্তহীন আইসিসি কোহলিকে কোনো শাস্তিই দিচ্ছে না'!

ভারত-ইংল্যান্ড সিরিজে বেশ কয়েকবার আম্পায়ারদের সঙ্গে মাঠের মাঝেই তর্ক করতে দেখা গেছে বিরাট কোহলিকে। সফরের শুরু থেকেই পিচ ইস্যু এবং আম্পায়ারিং নিয়ে খোলামেলা মতামত দিচ্ছেন। এই ঘটনা মোটেই ভালোভাবে নেননি ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড লয়েড। তিনি বলেছেন, আম্পায়ারদের শুধু অশ্রদ্ধা করাই নয়, রীতিমত চাপে রাখছেন কোহলি। যা লয়েডের চোখ শাস্তিযোগ্য অপরাধ।

'ডেইলি মেইল'-এ নিজের কলামে লয়েড লিখেছেন, 'ডেভিড মালানের লো ক্যাচ নেওয়ার সময় সফট সিগন্যালকে আউট দেওয়ার জন্য ইংল্যান্ড নাকি আম্পায়ারকে চাপে রাখছিল। কোহলির বক্তব্য এমনই। প্রথম কথা হলো, সফট সিগন্যাল প্রয়োগের উদ্দেশ্যই ছিল অনফিল্ড আম্পায়ারদের ওপর আরো কর্তৃত্বের সুবিধা দেওয়া। আহমেদাবাদে নীতিন মেননের ওপর ইংল্যান্ড চাপ দিয়েছে কিনা জানি না, তবে একটা বিষয় আমার কাছে পরিষ্কার, কোহলি পুরো সফরেই আম্পায়ারদের অশ্রদ্ধা, চাপে রাখার কাজ করে যাচ্ছে।'

লয়েড আরো লিখেছেন, 'ভারতে একাধিকবার ঝগড়াঝাটি হওয়ার উপক্রম হয়েছে। যা রীতিমত শাস্তিযোগ্য। মঙ্গলবারেই আরো একবার এমনটা হলে, ভারতীয় ইনিংসের শেষের দিকে। মাঠে কোনোভাবেই প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ঝামেলা করা যায় না। আর নখদন্তহীন আইসিসি এসব কিছুই করবে না। আম্পায়ারদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে ম্যাচ পরিচালনা করতে হবে। দরকার হলে, লাল কার্ড, হলুদ কার্ডের প্রচলন করা যেতে পারে। যাতে তাদের হাতে পুরো ক্ষমতা থাকে।'


   আরও সংবাদ