ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

'অন্যায়ভাবে' ঋষভ পন্থের ৪ রান কাটা হয়েছে!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৩২ বার


'অন্যায়ভাবে' ঋষভ পন্থের ৪ রান কাটা হয়েছে!

ক্রিকেটের কিছু আজব নিয়ম দেখে বিরক্তি চলে আসে। যেমন গতকাল শুক্রবার ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ চলাকালীন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থর ৪ রান কেটে নেওয়া হয়। অনেকেই বলছেন, এটা অন্যায়। কারণ ভুলবশত পন্থকে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। ডিআরএস নেওয়ার পর ওই সিদ্ধান্ত আবার বদলে যায়! যদিও ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে ইংল্যান্ড। ৪ রানে কিছু আসে যায় নি।

ভারতীয় ইনিংসের ৪০ তম ওভারের ঘটনা। টম কারানের একটা ওভার পিচড বল রিভার্স সুইপ করতে গিয়েছিলেন পন্থ। তবে ব্যাটে বলে ঠিকমত সংযোগ ঘটাতে পারেননি। টম কারান লেগ বিফোরের আবেদন করতেই হাত তুলে আউটের সিগন্যাল দেন আম্পায়ার। সঙ্গেসঙ্গেই পন্থ ব্যাটে হাতে ঠেকিয়ে রিভিউ নেন। তবে রিপ্লেতে দেখা যায় বলে প্যাডে লাগার আগেই ব্যাটের প্রান্ত ছুঁয়ে গিয়েছিল। এদিকে আউটের আবেদন করার সময় বল উইকেটকিপার জস বাটলারকে ফাঁকি দিয়ে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়।

ডিআরএস নিয়মে আউটের হাত থেকে বাঁচলেও সেই ৪ রান আর যোগ হয়নি পন্থের রানের সঙ্গে। সঙ্গেসঙ্গেই প্রশ্ন ওঠে গিয়েছে ডেড বলের নিয়মের যৌক্তিকতা নিয়ে। ৪ রান যোগ না হওয়ায় পন্থেরও চোখে মুখে হতাশা নেমে আসে। আইসিসির নিয়মে বলা হয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারের রিভিউ আবেদন পর্যালোচনা করার পরে যদি আউট নট আউটে বদলে যায়, তাহলে অরিজিনাল ডিসিশন নেওয়ার সময়েই বল ডেড হয়ে যাবে।

আইনে আরও বলা আছে, ব্যাটিং দল যখন ডিআরএস নিয়মে লাভবান হয়, তখন অনফিল্ড আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণের সময় যদি অতিরিক্ত রান ওঠে, তা বিবেচ্য হবে না। পন্থ এই নিয়মের বলি হওয়ার সময় ধারাভাষ্যকাররা বলেন, আইসিসির এই আইন নিয়ে আরো ভালোভাবে ভাবতে হবে। টুইটারে আম্পায়ারের ভুলে যেভাবে পন্থকে হতাশ হতে হল, তাতে ক্ষোভ প্রকাশ করেছেন আকাশ চোপড়াও। এরপরেও একবার ভুল আউট দেওয়া হয়েছিল ৪০ বলে ৭৭ রান কর পন্থকে।


   আরও সংবাদ