ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

করোনাভাইরাসে আক্রান্ত আশরাফুল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৮৮ বার


করোনাভাইরাসে আক্রান্ত আশরাফুল

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বলেন, দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে এবার খেলছেন আশরাফুল, সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। প্রথম পরীক্ষায় পজিটিভ হওয়ায় দ্বিতীয় পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। আজ সোমবার (২৯ মার্চ) পাওয়া যাবে দ্বিতীয় পরীক্ষার ফল।

বাংলাদেশের জার্সিতে অভিষেকে সেঞ্চুরির কীর্তি গড়া আশরাফুল মনে করছেন, তাঁর করোনা ধরা পড়াটা আসলে ‘ফলস পজিটিভ’। আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। আজ ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। জাতীয় লিগে খেলার জন্যই তার করোনা পরীক্ষা করা হয়েছে। 

 


   আরও সংবাদ