পাঁচবিবির বাগজানায় কিশোর গ্যাংগের হোতা পুলিশের হাতে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন
| দেখা হয়েছে ৪৭৪ বার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নে চাঁদাবাজি, মাদক কারবারি, মাদকসেবী, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ সামাজিক বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় কিশোর গ্যাংগের মুলহোতা সবুজকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গত সোমবার বিকালে পাঁচবিবি থানা পুলিশ সাইদুরের ছেলে সবুজকে বাগজানা বাজার থেকে চাঁদাবাজির কোর্টের ওয়ারেন্ট মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালে কিশোর গ্যাং সবুজ সহ কয়েকজন বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজের ঠিকাদারের নিকট থেকে চাঁদাদাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণ শ্রমিককে মারধর করে কাজ বন্ধ করে দেয় কিশোর চাঁদাবাজরা। এ কারনে নির্মাণ শ্রমিক চাঁদাদাবি ও মারধর করার অপরাধে সবুজ সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন সাংবাদিকদের জানান, বাগজানা কিশোর গ্যাং এর ২টি গ্রুপ। এরা মাদক ব্যবসা থেকে শুরু করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ফেলেছে। বাগাজানার সাধারন মানুষ এদের কাছ থেকে পরিত্রাণ চায়।
থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, সবুজের বিরুদ্ধে কোর্টের গ্রেফতারী ওয়ারেন্ট থাকায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কয়েক দিন আগেও মারামারির অভিযোগে বাগজানার ২ জন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
আরও সংবাদ