ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্রাজিলে করোনায় একমাসে মৃত্যু বেড়েছে দ্বিগুণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৯৬ বার


ব্রাজিলে করোনায় একমাসে মৃত্যু বেড়েছে দ্বিগুণ

ব্রাজিলে গেলো মার্চ মাসেই করোনাতে মারা গেছে ৬৬ হাজার ৫৭০ জন যা গেলো মাসের দ্বিগুণের চেয়ে বেশি।  এই পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থাও নাজুক হয়ে পড়েছে। করোনা মোকাবেলায় ব্যর্থ হওয়ায় একাধিকবার সমালোচনার শিকার হয়েছে দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো।  এরপরেও বুধবার তিনি স্থানীয় সরকার ও মেয়রদের বিরুদ্ধে লকডাউনের যাওয়ার বিষয়ে বিরোধীতা করেছেন।  প্রেসিডেন্ট বলেন, আমাদের দুইটি শত্রু, একটি করোনা আরেকটি অর্থনীতি। করোনার ভয়ে বাড়িতে বসে থাকলেই সমস্যা সমাধান হবে না।

বুধবারেও ব্রাজিলে করোনায় মারা গেছেন ৩ হাজার ৮০০ জন আর নতুন করে শনাক্ত করেছে ৯০ হাজারের বেশি। আর এদিকে দেশটিতে তিন বাহিনীর প্রধানের পদত্যাগের পর বুধবার নতুন করে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানের নাম ঘোষণা করা হয়েছে।


   আরও সংবাদ