ঢাকা, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একনজরে সাকিবের আইপিএল ক্যারিয়ার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৯১ বার


একনজরে সাকিবের আইপিএল ক্যারিয়ার

আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ভারতে গিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। কলকাতার হয়েই দুইবার আইপিএল শিরোপার স্বাদ পেয়েছেন সাকিব। ২০১২ ও ২০১৪ সালে শিরোপা ঘরে তুলে তারা। এবারের আইপিএল নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই দলে তিনি টানা ৭ বছর খেলেছিলেন। দুই মৌসুম আগে তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল। এরপর সাকিব এক মৌসুম সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন।

আইপিএল এ পর্যন্ত মোট ৬৩টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ৪৬ ইনিংসে সাকিব করেছেন ৭৪৬ রান। হাঁকিয়েছেন ৭০টি চার ও ২০টি ছক্কা। সর্বোচ্চ ইনিংস ৬৬ রান। তার গড় ২১.৩১ ও স্ট্রাইক রেট ১২৬.৬৬।

বল হাতে সাকিব নিয়েছেন ৫৯টি উইকেট। ১৭ রান ৩ উইকেট তার সেরা ফিগার। তার বোলিং ইকোনমি ৭.৪৬।


   আরও সংবাদ