ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৫১ বার


 ৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক বোলিং কোচ

দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। বুধবার তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে এবং বিভিন্ন ঘরোয়া দলের কোচ থাকার সময় আইসিসির দুর্নীতি-বিরোধী ধারা ভঙ্গ করেছেন স্ট্রিক। এরমধ্যে ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের তথ্য পাচার করেছেন তিনি। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, ২০১৮ সালের আইপিএল, আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং এমনকি ২০১৭ সালের বিপিএলে সম্পৃক্ত থাকার সময় বিভিন্ন তথ্য পাচার করেছেন হিথ স্ট্রিক। সকল অভিযোগ মেনে নেয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এই শাস্তি দিয়েছে জিম্বাবুয়ের এই সাবেক ক্রিকেটারকে।

হিথ স্ট্রিকের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, একজন জাতীয় দলের অধিনায়কসহ অন্তত চারজন ক্রিকেটারকে জুয়ারিদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন স্ট্রিক। শুরুর দিকে অভিযোগ অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন তিনি। আইসিসি দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল বলেন, “হিথ স্ট্রিক একজন অভিজ্ঞ সাবেক আন্তর্জতিক খেলোয়াড় ও কোচ। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি দমন কোড ভাঙার অভিযোগ রয়েছে।। যার জন্য নিজেকে দোষী হিসেবে মেনে নিয়েছেন তিনি।”

১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিট স্ট্রিকের। জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলেছেন। পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও কোচ হিসেবে মাঠেই ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। তার সময়ে বাংলাদেশের পেসারদের সাফল্যও ছিল ভালো। তাই তার সঙ্গে চুক্তির নবায়ন করতে চেয়েছিল বিসিবি। তবে তাতে রাজী হননি জিম্বাবুয়ের ইতিহাসে অন্যতম সেরা এ ক্রিকেটার।


   আরও সংবাদ