ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তানে জিম্মি করা ১১ পুলিশকে ছেড়ে দিল টিএলপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬২৭ বার


পাকিস্তানে জিম্মি করা ১১ পুলিশকে ছেড়ে দিল টিএলপি

অপরাধ ডেস্ক: পুলিশের ১১ জন সদস্যকে জিম্মি করে রাখার পর ছেড়ে দিয়েছে ইসলামপন্থী দল তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তান (টিএলপি)-এর সমর্থকরা। ডন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত সোমবার টিএলপি নেতাকে আটকের পর সহিংস বিক্ষোভ শুরু করে টিএলপি সমর্থকরা। এরই মধ্যে গত বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভায় টিএলপি-কে নিষিদ্ধ করার অনুমোদন দেওয়া হয়।

এদিকে ২০ এপ্রিলের মধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কারের জন্য ২০ এপ্রিল পর্যন্ত পাকিস্তান সরকারকে সময় বেঁধে দিয়েছে টিএলপি সমর্থকরা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রকাশের জেরে তারা এই দাবি জানিয়েছে।

টিএলপি সমর্থকদের বিক্ষোভে পাকিস্তানে অন্তত চারজন নিহত হয়েছে এবং কয়েকশ মানুষ আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দুজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আজ সোমবার জানিয়েছেন, সদ্য নিষিদ্ধ টিএলপি নেতাদের সঙ্গে প্রথমবার বৈঠকের পর লাহোরে আটকে রাখা পুলিশের ১১ জন সদস্যকে তারা ছেড়ে দিয়েছে।


   আরও সংবাদ