ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২০৩ আসনে এগিয়ে তৃণমূল

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬২ বার


২০৩ আসনে এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসনে এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ভোটগণনার খবর অনুযায়ী ২০৩টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে ৮৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

ভোটপ্রবণতায় তৃণমূলের এগিয়ে যাওয়া নিয়ে সন্তোষপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। 

মালদহ, মুর্শিদাবাদ ও হুগলি ভালো ফলের আশা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু ওই তিন জেলার ভোট প্রবণতায় তৃণমূল ভালো ফল করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‌‌‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ফিরছি।’ 

তবে নন্দীগ্রামে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী। যদিও এ নিয়ে আশঙ্কিত নন মমতা। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, ‘সময় গড়ালে এগিয়ে যাব।’ 


   আরও সংবাদ