ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৪ হাজার টাকা করে পেলেন ৫০ ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৮০৫ বার


৪ হাজার টাকা করে পেলেন ৫০ ভিক্ষুক

নগর জীবন: করোনা পরিস্থিতি ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে ৫০ জন পুনর্বাসিত ভিক্ষুককে ৪ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এই অনুদানের টাকা বিতরণ করেন। জেলা প্রশাসন ও শহর সমাজসেবা অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল পৌর মেয়র আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা সেলিম, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ রায়, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রতন কুমার হালদার, শহর সমাজসেবা কর্মকর্তা সুজা উদ্দীন প্রমুখ।

টাকা বিতরণকালে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘পুনর্বাসিত মানুষদের ভাগ্য উন্নয়নে এবং স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে। এরই মধ্যে নড়াইলকে ভিক্ষুকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা আশা করব পুনর্বাসিত ব্যক্তিরা আগামীতে আর ভিক্ষাবৃত্তি করবেন না।’ তিনি নড়াইলের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এ অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।


   আরও সংবাদ