ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘এবার অটো পাসের সুযোগ নেই’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২১ ১৪:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭৬০ বার


‘এবার অটো পাসের সুযোগ নেই’

শিক্ষা: ‘গতবারের মতো এবার আর অটো পাসের সুযোগ নেই। করোনা সংক্রমণ কিছুটা কমলেই ছোট আকারের সিলেবাসের মাধ্যমে ক্লাস করানোর পর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ বলেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

রবিবার (৯ মে) দুপুরে ময়মনসিংহে ডিজয়্যাবিলিটি সেলফ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরীক্ষার বিষয়ে ড. গাজী হাসান কামাল আরও বলেন, ‘পরীক্ষা নেওয়ার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রশ্নপত্র ও খাতা তৈরির কাজ এগিয়ে চলছে।’

অনুষ্ঠানে প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আতাউর রহমান জুয়েলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন, ডা. আমিনুল ইসলাম শামীম, শাহাদাত সারোয়ার।

এ সময় প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ